Banglalink Online Service

Banglalink is one of the best telecoms
community network company in bangladesh which is founded 1995.In that time banglalink running successfully with there services they growing up there networks capacity more then larger there manually services is too good and they also have online services because some people is very busy with there work that's why they didn’t get manually services so today we will share about banglalink  online service in bangle

Banglalink-Online-Service
Banglalink Online Service
Banglalink online service এর সাধারণ ধারণাবাংলালিংক হচ্ছে বাংলাদেশের একটি টেলি কমিউনিকেশন নেটওয়ার্ক কোম্পানি যাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের মানুষের একদম নিকটে মোবাইল যোগাযোগ ব্যবস্থাকে পৌছে দেওয়া তাই দেখা যায় ২০১৮ সালে তাদের গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার হয়ে
দারিয়েছে বর্তমানে banglalink বাংলাদেশের 
তৃতীয় বৃহৎ মোবাইল নেটওয়ার্ক সেবা দানকারি 
প্রতিষ্ঠান। 

Banglalink online service সুবিধা সমূহ
বাংলালিংক অনলাইন সেবা মাধ্যমে আপনি কোন জামেলা ছারাই বা কারো সাহায্য ছাড়া আপনি আপনার নিজের সেবা নিজেই গ্রহণ করতে পারবেন যেমন fnf করা,recharge history অপশন এর মাধ্যমে কোন কোন তারিখে আপনি কত টাকা ব্যালেন্স recharge করেছে তা জানতে পারবেন তাছারা আপনি কোন bundle pack ব্যবহার করছেন তা জানতে পারবেন এবং যে bundle pack আপনি ব্যবহারে ইচ্ছুক তা খুব সহজেই migrate করতে পারবেন তাছাড়া google এ বাংলালিংক এর ব্যাপারে সবচেয়ে বেশি খোজা হয় how to banglalink sms and call history check কারণ হচ্ছে প্রত্যেক বাংলালিংক ব্যবহারকারী জানতে চায় ১ থেকে ২ মাসের মধ্যে কে কোথা থেকে এবং কোন নাম্বার থেকে তাকে sms এবং call করেছে কিন্তু জানার ইচ্ছা থাকলেও উপায় জানা থাকে না তাই তার বিভিন্ন সময় কাস্টমার কেয়ার ঘুরেও কোন তথ্য সংগ্রহ করতে পারেনা আর তাদের জন্যই banglalink online service যেখানে খুব সহজে sing up করে আপনি এ সকল সুবিধা গ্রহন করতে পারেন যারা এখনো এ সকল সুবিধ গ্রহণ করেন নি তারা এখানে ক্লিক করে Sing up  করে
Banglalink online সার্ভিস ব্যবহারে উপকারিতা 

সম্প্রতি সময়ে মানুষ অনেকে ধরনের প্রতারণা শিকার হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে সিম জালিয়াতি এখানে আপনি একটি সিম ক্রয় করেছেন কিন্তু ব্যবহার এর কিছু দিন পর আপনার সিম বন্ধ হয়ে যাচ্ছে কারণ আপনি যার কাছ থেকে সিম ক্রয় করছেনে সে জালিয়াতির মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র এবং ছবি হাতিয়ে নিয়ে অন্য কোন খারাপ কাজে ব্যবহার করতে পারে যার এবং আপনার সিমে ভুয়া তথ্য ব্যবহার করে আপনার সাথে প্রতারণা করে এই ভুয়া তথ্যের কারনে আপনার সিম বন্ধ হয়ে যায় কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্র তারা ঠিকই ব্যবহার করে এত করে আপনি মারাত্মক বিপদে পরতে পারে তাই আপনি banglalink online service ব্যবহার এর মাধ্যমে আপনার সিম কানেকশন এ ব্যবহার কৃত তথ্য খুব সহযে জানতে এবং পাল্টাতে পারবেন।

Banglalink Online Services

  • বাংলালিংক অনলাইন রিচার্জ
  • বাংলালিংক আমার অফার
  • বাংলালিংক ইন্টারনেট
  • বান্ডেল অফার
  • ব্যবহার সেবার বিস্তারিত
  • রিচার্জের বিস্তারিত
  • রোমানিং কল এর বিস্তারিত
  • FNF যোগ ও বাদ দেওয়া 
  • আপনার পেকেজ
  • সিম এর তথ্য
  • আপনার একাউন্টের প্রোফাইল
  • পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা
  • কাস্টমার কেয়ার এ যোগযোগের সুবিধা

How To Recover Banglalink Online Service Old Account

যুগের সাথে পাল্লা দিয়ে সব পুরানো জিনিস আপগ্রেড করে করা হচ্ছে উন্নয়ন, তার দ্বারা বাহিকতায় Banglalink Online Service হয়েছে Banglalalink Ecare যেখানে আপনি আগের থেকে ভাল সুবিধা পাবেন কিন্তু আপনি যদি বাংলালিংক অনলাইন সার্ভিস এর পুরানো গ্রাহক হন এবং আপনার বাংলালিংক অনলাইন সার্ভিস এর একাউন্ট যদি পুরানো হয় তা হলে সেই একাউন্ট দিয়ে আপনি নতুন একাউন্ট ব্যবহার করতে পারবেন না ব্যবহার জন্য আপনাকে যা করতে হবে

  • প্রথমে Banglalink Ecare যান
  • তার পর দেখবেন লগিন অপসন
  • আগের পাসওয়ার্ড সাথে মোবাইন নাম্বার দিয়ে চেস্টা করলে error দেখাবে
  • এখন আপনাকে ক্লিক করতে হবে Forget?
  • তার পর সাথে সাথে একটা OTP পাবেন আপনার নম্বরে
  • এখন আপনার নাম্বার টি দিন
  • তার পর নতুন পাসওয়ার্ড দিন (এখানে অবশ্যই বড় হাতের অক্ষর এবং @%~"ঃ এরকম লেটার ব্যবহার করবেন)
  • তারপর OTP দিয়ে নিচে
  • login ক্লিক করেন

ভাস কাজ শেষ এভাবেই আপনার পুরানো Account ফিরে পেতে পারবেন |

How To Banglalink Check Recharge History


  • প্রথমে বাংলালিংক ই কেয়ার এ লগিন করুন
  • তার পর হাতের বা দিকে বাংলালিংক সার্ভিস এর লিস্ট
  • সেখানে ৭ নম্বর এ দেওয়া আছে রিচার্জ হিস্টোরি
  • সেখানে ক্লিক করলেই রিচার্জ নতুন সকল তথ্য পবেন
  • চাইলে আপনার ইচ্ছে অনুযায়ি যে কোন তারিখের দেখতে পারবেন
  • তার জন্য উপরের দুটি ঘর আছে সেখানে
  • শুরু তারিখ পাশে শেষের তারিখ লিখে
  • সার্চ বাটনে ক্লিক করলেই পুরান তথ্য পেয়ে যাবেন
Banglalink-Online-Service
Banglalink Online Service

(আমাদের আর নতুন নতুন পোস্ট গুলো পেতে 🔔 বাটনে ক্লিক করে allow করে দিন ভাল লাগলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন)